কবিতার জাদুকর
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০স্মরণ ॥ বিংশ শতাব্দীর ছয় দশকে বেলাল চৌধুরীর (১২ নবেম্বর ১৯৩৮-২৪ এপ্রিল ২০১৮) বাংলা সাহিত্যে আবির্ভাব। প্রবন্ধ রচনা, অনুবাদে আত্মনিয়োগ, সম্পাদনায় যুক্ত থাকা তাকে খ্যাতির শীর্ষ দেশে পৌঁছে দেয়। সাংবাদিক হিসেবে তিনি সমধিক জনপ্রিয় ছিলেন। কবি বেলাল চৌধুরীর জন্ম : শর্শদি ফেনী, ১২ নবেম্বর ১৯৩৮। পিতা : রফিক উদ্দিন আহমদ ... বিস্তারিত
এ সময়ের কবিতা
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০হোম কোয়ারেন্টিন মারুফ রায়হান এবার একটু থামো আমাকে শুনতে দাও দুই পথশিশুর সংলাপ খোলাজানালাও উদগ্রীব বুঝি অর্থহীন আলাপনে অর্থহীন! আমি বলি সুগভীর অর্থপূর্ণ বটে দু’কান জুড়িয়ে যাচ্ছে, বদ্ধ মনে তরঙ্গ উঠছে ঘাটে বাঁধা তরণী বলছে: দাও দুটি ডানা দাও জানি বাকযন্ত্রে ঠোঁটে ও জিহ্বায় তৈরি হয় শব্দ শিশুদের ধ্বনি কোনো স্বর্গধাম হতে উৎসারিত আবোলতাবোল অবিনাশী ওই বোল মূর্তিসম সুগম্ভীর সব গালে ... বিস্তারিত